সংবাদদাতা, বারাকপুর : সোমবার মিলের প্রাক্তন মালিক মারা যাওয়ার পরিকল্পিত গুজব ছড়ানো হয়। গুজবকে বিশ্বাস করে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। উৎপাদন ব্যাহত হওয়ার কারণ দেখিয়ে মঙ্গলবার সকাল থেকে মিলের গেট বন্ধ করে দেয় বর্তমান মালিকপক্ষ। ফলে পূজোর দু’দিন আগে ৫ হাজার স্থায়ী শ্রমিক ও ১ হাজার অস্থায়ী শ্রমিকের কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর তৎপরতায় ফিরেছে তাঁতের সুদিন, জমে উঠেছে হাট, ৭৫ হাজার তাঁতির মুখে চওড়া হাসি
বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম মিল মালিকদের সঙ্গে আলোচনা করে মিল চালু করার ব্যবস্থা করেন। সোমনাথ শ্যামের দাবি, বিজেপির শ্রমিক সংগঠন নেই বললেই চলে। তাই মিলের পরিবেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বিজেপি।