ইতিহাস তৈরি করে সুপ্রিম কোর্টে শুরু হল লাইভ স্ট্রিমিং

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ। দেশের শীর্ষ আদালতের কার্যবিবরণীর লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার শুরু হল মঙ্গলবার থেকে।

Must read

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ। দেশের শীর্ষ আদালতের কার্যবিবরণীর লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার শুরু হল মঙ্গলবার থেকে। এর ফলে অনলাইনে একসঙ্গে তিনটি সাংবিধানিক বেঞ্চের শুনানি দেখা যাবে। গত সপ্তাহের শুরুতেই এক ঐতিহাসিক রায়ে প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার ভিত্তিতে শীর্ষ আদালতের কার্য প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন-তৃণমূলের উদ্যোগ খুলল চটকল

সেই নির্দেশ মেনে মঙ্গলবার প্রথম দিন আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ সংক্রান্ত মামলা, শিবসেনার ভাঙন সংক্রান্ত মামলা এবং ইন্ডিয়া বার-এর পরীক্ষা সংক্রান্ত মামলাগুলির লাইভ স্ট্রিমিং হয়েছে। শুনানির সময় বিচারপতিরা বলেন, বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং সময়ের দাবি। তাছাড়া আদালত থেকে সরাসরি সম্প্রচার হলে নতুন প্রজন্ম এবং আইনের ছাত্ররা শেখার সুযোগ পাবে। ওই নির্দেশে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এটাও জানিয়েছিল যে, সংবেদনশীল মামলা যেমন ধর্ষণ, শারীরিক নিগ্রহ, পারিবারিক হিংসার ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং হবে ৩০ সেকেন্ড দেরিতে। কারণ শুনানি চলাকালীন কোনও আইনজীবী যদি অভব্য আচরণ করেন তা যাতে বাদ দেওয়া যায় তার জন্যই এই সিদ্ধান্ত।

Latest article