সংবাদদাতা, আলিপুরদুয়ার : রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগেই হাসি ফুটল চা-শ্রমিকদের মুখে। ২০ শতাংশ বোনাস, শারদ উৎসবের পরিবেশকে আনন্দমুখর করে তুলেছে আলিপুরদুয়ার জেলার চা-বলয়ে। এই মুহূর্তে শুধুমাত্র দুটি বাদে সব চা-বাগান খুলেছে। এই জেলায় প্রায় ৭০ হাজার চা-বাগান শ্রমিক পরিবার এই বাগানগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করে।
আরও পড়ুন-রাজ্যের সাহায্যে হয় বড়দেবীর পুজো
জেলার অন্যান্য জায়গাগুলোর মতই চা-বলয়েও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। কিন্তু এবার দুর্গোৎসবের আনন্দ অনেকটাই বাড়িয়ে দিয়েছে ত্রিপাক্ষিক বোনাস বৈঠক। রাজ্য শ্রম দফতরের উদ্যোগে শ্রম দফতরের আধিকারিকদের সঙ্গে মালিক ও শ্রমিক পক্ষ বৈঠক করে কিছুদিন আগে। তাতে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয় হাতে গোনা দু-একটি রুগ্ন বাগান বাদে সব বাগানে কুড়ি শতাংশ হারে পুজো বোনাস দেওয়া হবে।
আরও পড়ুন-নিরাপত্তায় থাকবে সাতশো পুলিশ
এই ঘোষণাই এবার চা-বলয়ের শারদ উৎসবের আনন্দকে একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয়। এবং ২২ সেপ্টেম্বরের মধ্যেই অধিকাংশ বাগানে বোনাস প্রদান শেষ হয়ে গিয়েছে। শ্রমিকদের হাতে বোনাসের টাকা আসতেই জমে উঠেছে ডুয়ার্সের বাজারগুলোর বেচা-কেনা। তার ফলে খুশির হওয়া ব্যবসায়ীদের মধ্যেও। বিগত দু বছর করোনার ধাক্কায় প্রচণ্ড মার খেয়েছিল চা-বলয়ের ব্যাবসা বাণিজ্য। এবার ২০ শতাংশ বোনাসের হাত ধরে পুজোর বাজার উজ্জীবিত হয়ে উঠেছে আলিপুরদুয়ারের চা-বাগান সংলগ্ন এলাকাগুলোতে।