দায়িত্ব নিয়েই সমাধানসূত্র

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব নিয়েই পরীক্ষার বাকি ফল প্রকাশ নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র

Must read

শিলিগুড়ি : উত্তরবঙ্গ (North Bengal) বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্য পদের দায়িত্ব নিয়েই পরীক্ষার বাকি ফল প্রকাশ নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে এসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন-বোনাস হাতে পেয়ে পুজোয় খুশির হাওয়া চা-বলয়ে

রেজিস্টার ও শিক্ষক-অশিক্ষক কর্মীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান তাঁকে। দায়িত্বভার গ্রহণ করার পরই বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ব্যবস্থা থেকে যাবতীয় তথ্য জেনে নেন। আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন ক্ষেত্রে ৩৭টি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে উপাচার্য বলেন, বাকি থাকা পরীক্ষার ফল দ্রুত প্রকাশিত হবে।

Latest article