প্রতিবেদন : পুজোর বাকি তিনদিনের মতোই বৃষ্টিতে ভিজল মন খারাপের দশমীও। বুধবার সাতসকালেই শহরজুড়ে বৃষ্টি। প্যান্ডেলে প্যান্ডেলে তখন সিঁদুরখেলার তোড়জোড়। শেষবেলার আনন্দে গা ভাসাতে রাজপথে মানুষ। তার মধ্যে বৃষ্টি। কাটল তাল। তবে তা সাময়িক। তারপরই ফের উৎসবের চেনা ছন্দে দশমীর মহানগরী। একই ছবি গোটা রাজ্যে। বৃষ্টিকে হারিয়ে দিল মানুষের উৎসব।
শেষ পাতে উৎসব পালনে মরিয়া আমজনতা। বুধবার দশমী হলেও বেশির ভাগ বড় পুজোর বিসর্জন এদিন হয়নি। ৮ তারিখ শনিবার কার্নিভাল (Durga Puja Carnival Kolkata)। এখন তারই অপেক্ষায় শহর থেকে জেলা। এরই মধ্যে আশার বাণী শুনিয়ে দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।
গত দু’বছর উৎসবে থাবা বসিয়েছিল করোনাসুর। দশমীর চেনা সিঁদুরখেলায় পড়েছিল বিধিনিষেধের গেরো। এবার একেবারে গোড়া থেকেই তাই আড়মোড়া ভেঙে পথে আছড়ে পড়েছিল জনস্রোত। এর কৃতিত্বটা অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উৎসবমুখী মানুষের মনকে উসকে দিয়ে গত ১ সেপ্টেম্বর থেকেই পুজো শুরু ঘোষণা করে দিয়েছিলেন তিনি। হাতিয়ার ছিল ইউনেস্কোর স্বীকৃতি। সেই স্বীকৃতির প্রতিদানস্বরূপ ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে ১ সেপ্টেম্বর মিছিলনগরী কলকাতা দেখেছিল ঐতিহাসিক ও ব্যতিক্রমী এক মিছিল। একদিকে করোনা কাঁটা, অন্যদিকে ইউনেস্কোর স্বীকৃতি, দুয়ে মিলে বাঁধ ভেঙেছিল এবারের পুজো। উৎসবমুখর বাঙালির প্রাণের এই আবেগকে রুখবে সামান্য দু’চার ফোঁটা বৃষ্টি, দূর, তা আবার হয় নাকি!
আরও পড়ুন-পরিবেশবান্ধব উপায়ে প্রতিমা বিসর্জন
দশমী শেষ করে এবার পরের ধাপ রেড রোডের কার্নিভাল। শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়। শহরের প্রায় সব বড় পুজো কমিটিগুলিই আসছে কার্নিভালে (Durga Puja Carnival Kolkata)। কে কী চমক দেবে চলছে তার প্রস্তুতি। আবহাওয়া দফতর এর মধ্যে জানিয়ে দিয়েছে, বুধবারের পর দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃহস্পতিবার ও তার পরের কয়েকদিন কোনও দুর্যোগের আশঙ্কা নেই। দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর থেকে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর এসেছে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কমতে পারে।