মা দুর্গা গেলেন, আসছেন মা জগদ্ধাত্রী

Must read

সংবাদদাতা, হুগলি : প্রিয় শারদোৎসবের অবসান হতেই হুগলি জেলায় শুরু হয়ে গেল আরেক বিখ্যাত পুজোর প্রস্তুতি। জগদ্ধাত্রীপুজোর (Jagadhatri Puja)। দশমীর দিন সকাল থেকেই গৌড়হাটি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি ও গৌড়হাটির তেঁতুলতলার কাঠামোপুজোর আয়োজন শুরু হয়ে গেল জোরকদমে। এক মায়ের কৈলাসে গমনের দিনেই আরেক মায়ের আগমনী সুর হুগলির ভদ্রেশ্বর ও চন্দননগরে। বুধবার সকাল চন্দননগর ও ভদ্রেশ্বরের বেশকিছু জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) কমিটির মণ্ডপে গিয়ে দেখা গেল, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জগদ্ধাত্রীর কাঠামোপুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। চন্দননগর বা ভদ্রেশ্বর এলাকার মানুষের মনে মা দুর্গার বিদায়ের দুঃখ থাকলেও আনন্দও হচ্ছে এই ভেবে যে, মা জগদ্ধাত্রী আসছেন।

আরও পড়ুন-বিসর্জন: সেরা পুজোগুলির কার্নিভালের প্রস্তুতি, উৎসব হারাল বৃষ্টিকে

Latest article