নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বিজ্ঞানী এবং চিকিৎসক-গবেষকদের পুরস্কারের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল মোদি সরকার। আর এবার জাতীয় প্রতিভা অনুসন্ধানের পরীক্ষাও বন্ধ করে দেওয়া হল অনির্দিষ্টকালের জন্য। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ঘোষণা করেছে, জাতীয় প্রতিভা অনুসন্ধান পরীক্ষা (এনটিএসই) (National Talent Search Examination) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এনসিইআরটির তরফে জানানো হয়েছে, সরকারি আদেশ অনুসারে জাতীয় প্রতিভা অনুসন্ধান পরীক্ষা প্রকল্পটি স্থগিত করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে পুরাণের বিষয়কে টেনে এনে শিক্ষাব্যবস্থায় গৈরিকীকরণের যে বন্দোবস্ত করতে চায় মোদি সরকার, এইসব পদক্ষেপ তারই অনুসারী কিনা। ইতিমধ্যেই বিজ্ঞান গবেষণায় পুরস্কারের সংখ্যা কমিয়ে দেওয়া নিয়ে শিক্ষাবিদদের অসন্তোষের মুখে পড়েছে কেন্দ্রের শিক্ষানীতি।
আরও পড়ুন-১০ জন মানুষ মেরেছিল, শেষে গুলিতে মরল বাঘ
নতুন প্রতিভা অনুসন্ধানের জন্য জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রামটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা আর্থিক অনুদানপ্রাপ্ত এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দ্বারা পরিচালিত। প্রতিভা অনুসন্ধানের (National Talent Search Examination) জন্য পরীক্ষাটি বার্ষিক দুটি পর্যায়ে পরিচালিত হয়। প্রথম পর্যায়ে রাজ্য স্তরে এবং দ্বিতীয় পর্যায়ে জাতীয় স্তরে। জাতীয় প্রতিভা অনুসন্ধান এবং স্কলারশিপের জন্য এই পরীক্ষা হিন্দি, ইংরেজি-সহ আরও মোট ১১টি ভারতীয় ভাষায় নেওয়া হত। বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানে ডক্টরেট স্তর পর্যন্ত এবং মেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাদার কোর্সে দ্বিতীয় ডিগ্রি পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হত। মোদি সরকারের আমলে এবার কোপ পড়ল সেই প্রতিভা অনুসন্ধানের ব্যবস্থাতেই।