প্রতিবেদন: রাষ্ট্রীয় জনতা দলের জাতীয় কার্যনির্বাহী সমিতির দুই দিনব্যাপী অধিবেশন হচ্ছে দিল্লিতে। অধিবেশনের প্রথম দিনেই দ্বাদশবারের মতো আরজেডির জাতীয় সভাপতি পদে লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) নাম প্রস্তাব আকারে গ্রহণ করে কার্যনির্বাহী সমিতি। সোমবার আনুষ্ঠানিকভাবে ওই পদ গ্রহণ করবেন লালুপ্রসাদ (Lalu Prasad Yadav)। অধিবেশনে বিহারে জাতিসুমারি করার প্রস্তাবও পাশ হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজনৈতিক প্রস্তাবও পাশ করা হয়েছে। জাতীয় মুখপাত্র মনোজ ঝা জানান, এদিনের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাস হয়েছে। ওই তিনটি সিদ্ধান্ত হল, মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতি, দেশের চলতি ভয়াবহ পরিস্থিতি এবং দেশের রেকর্ড বেকারত্ব। এই সব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে মোদি সরকারের কোনও পরিকল্পনাই নেই। মানুষের দৃষ্টি ঘোরাতে তারা শুধু হিন্দু-মুসলমানের কথা বলে।
আরও পড়ুন-সঙ্কটে মুলায়ম সিং