বন্দে ভারতে চাকার সমস্যা, দুর্ভোগে যাত্রীরা

Must read

প্রতিবেদন: মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস চালুর পর থেকে একের পর এক বিপত্তি হয়েই চলেছে। কখনও মোষের ধাক্কা, কখনও আবার গরুর। তবে এবার সমস্যা দেখা দিল চাকায় (Wheel jams in Vande Bharat Express)। ট্রেনের চাকার বেয়ারিংয়ে গণ্ডগোল থাকায় দুই স্টেশনের মাঝে দাঁড়িয়ে গেল সেমি-হাইস্পিড ট্রেন। যাত্রীদের হেঁটে যেতে হল স্টেশন অবধি। সেখান থেকেই তাঁদের শতাব্দী এক্সপ্রেসে চাপিয়ে গন্তব্য দিল্লি পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন-সঙ্কটে মুলায়ম সিং

জানা গিয়েছে, নয়াদিল্লি-বারাণসী রুটের বন্দে ভারত এক্সপ্রেসে চাকার বেয়ারিংয়ে (Wheel jams in Vande Bharat Express) সমস্যার কারণেই চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। শনিবার উত্তর সেন্ট্রাল রেলওয়ের ডানকৌর ও ওয়ার স্টেশনের মাঝেই আচমকা দাঁড়িয়ে পড়ে সেমি হাইস্পিড ট্রেনটি। সি-৮ কোচের ট্রাকশন মোটরের বেয়ারিংয়ে সমস্যা থাকায় দাঁড়িয়ে যায় ট্রেনটি। সেটি দ্রুত সারাই করা হলেও টায়ারের সমস্যায় মাঝপথেই দাঁড়িয়ে থাকে দ্রুতগতির এই ট্রেন। বাধ্য হয়েই যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত বৃহস্পতিবারই মুম্বই-গান্ধীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে এক পাল মোষকে। শুক্রবার ফের গরুকে ধাক্কা মারে ওই ট্রেন। দুই দুর্ঘটনার পর এবার চাকার সমস্যা। সেইসঙ্গে যাত্রীদের ব্যাপক ভোগান্তি।

Latest article