ছিনিয়ে নেওয়া জাপোরিজিয়ায় রুশ মিসাইল হামলায় মৃত ২০

Must read

প্রতিবেদন: ইউক্রেনের জাপোরিজিয়ায় (Ukraine-Zaporizhia) রুশ মিসাইল হানায় মৃত্যু হল ২০ জনের। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাতটি মিসাইল ছুঁড়েছিল রাশিয়া। মূলত শহরের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করেই এই মিসাইল হামলা চালানো হয়েছে। তাতেই বেশ কিছু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। পুতিন বাহিনীর হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্লেখ্য, গণভোটের মাধ্যমে জাপোরিজিয়া দখল করেছে রাশিয়া। যদিও দখলকরা এলাকায় এখনও রুশ শাসন প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুন-সঙ্কটে মুলায়ম সিং

ইউক্রেন (Ukraine-Zaporizhia) সরকারের তরফে জানানো হয়েছে, শনিবার রাতের রুশ মিসাইল হানায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। রুশ মিসাইল হামলায় পাঁচতলা একটি আবাসন সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। এই হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেছেন, সাধারণ ও নিরীহ মানুষ মারার পরিকল্পনা করছে রাশিয়া। সে জন্য রুশ সেনা প্রতিদিন মিসাইল হামলা চালাচ্ছে। এরই মধ্যে রুশ অধিকৃত অঞ্চলগুলি পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনও। সেই কারণেই রাশিয়ার বিরুদ্ধে লড়তে তৈরি হচ্ছে জেলেনস্কি বাহিনী। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের আক্রমণের ঝাঁজ কমানোর লক্ষ্যেই সে দেশের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মোট সাতটি মিসাইলের মধ্যে তিনটি লোকালয়ে আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় ২০ জনের। প্রসঙ্গত, চলতি যুদ্ধে ২০১৪ সালে হাতছাড়া হওয়া ক্রাইমিয়া পুনর্দখল করতে চাইছে ইউক্রেন। ইতিমধ্যেই রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কাছে রসদ, অস্ত্র, জ্বালানি পৌঁছে দেওয়ার একমাত্র পথ ছিল এই সেতু। কে বা কারা সেতু ওড়াল তা জানতে ঘটনাস্থলে গিয়েছেন রুশ গোয়েন্দারা।

Latest article