৩৫০ কোটির মাদক উদ্ধার মোদির গুজরাতে

Must read

প্রতিবেদন: মাদক পাচারের গেটওয়ে হয়ে উঠেছে নরেন্দ্র মোদির গুজরাত (Drugs- Gujarat)। শনিবার গুজরাত থেকে ৫০ কেজি হোরাইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার দাম ৩৫০ কোটি টাকারও বেশি। গুজরাত অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এবং ভারতীয় উপকূল রক্ষীবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাকিস্তানি নৌকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। উপকূলরক্ষী বাহিনী ওই পাকিস্তানি মাছ ধরার নৌকার ছয় সদস্যকেও গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের জাখাউতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-লালুই সভাপতি

গুজরাত (Drugs- Gujarat) জঙ্গি দমন শাখা জানিয়েছে, উপকূল রক্ষীবাহিনী গোপন সূত্রে খবর পায় মাঝসমুদ্র দিয়ে একটি পাক নৌকা করে মাদক পাচার করা হচ্ছে। এর পরই জঙ্গি দমন শাখা ও উপকূল রক্ষীবাহিনী যৌথ চালিয়ে ওই পাক নৌকাটিকে ধাওয়া করে ধরে ফেলে। নৌকা থেকে উদ্ধার হয় ৫০ কেজি হোরাইন। গ্রেফতার করা হয় নৌকায় থাকা ছয়জনকে। এর আগে মুম্বই ও গুজরাত থেকে ১২০ কোটি টাকার মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়। কোচি থেকে উদ্ধার হয় প্রায় ১২০০ কোটি টাকার হেরোইন। প্রথম ঘটনায় এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট-সহ ৬ জন ও দ্বিতীয় ঘটনায় ৬ জন ইরানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পাকিস্তান ও আফগানিস্তানের একটি মাদক পাচার চক্রের হদিশ পেয়েছে এনসিবি।

Latest article