সংবাদদাতা, কোচবিহার : রাজ ঐতিহ্য বজায় থাকল বিসর্জনেও। সোমবার মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দিঘিতে মহালক্ষ্মীর বিসর্জন হল। রবিবার রাজ আমলের নিয়ম মেনে মহাসমারোহে মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে মহালক্ষ্মীর পুজো সম্পন্ন হয়। রবিবার বড়দেবীর বিসর্জনের পর রাজ আমলের নিয়ম মেনে এই মহালক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-রাসচক্রশিল্পীর পাশে পুরপ্রধান
প্রায় ৪০০ বছর আগে কোচবিহার রাজবাড়িতে এই মহালক্ষ্মী পুজোর সূচনা হয়েছিল। দেবত্র ট্রাস্ট বোর্ডের তত্ত্বাবধানে কোজাগরী পূর্ণিমা তিথিতে রবিবার সন্ধ্যায় রাজপুরোহিত এই পুজো সম্পন্ন করেন। এই পুজোতে জোড়া পায়রা বলি দিয়ে মায়ের অন্নভোগ দেওয়া হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর বাহন প্যাঁচা হলেও রক্তবর্ণা এই দেবীর বাহন হিসাবে পূজিতা হন ৪ দিকে ৪ হস্তি শাবক। এদিন মহালক্ষ্মীর পাশাপাশি দেবরাজ ইন্দ্রের পুজোও করা হয়।