কোচবিহারে গন্ডার প্রজনন কেন্দ্র করবে রাজ্য

বেঙ্গল সাফারি পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত ও জু-অথরিটির সদস্য সেক্রেটারি সৌরভ চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জলদাপাড়ায় বাড়ছে গন্ডারের সংখ্যা। এবার কোচবিহারে গন্ডারের প্রজনন কেন্দ্র তৈরিতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি ঘুরে দেখে এমনটাই জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠকও করেন তিনি।

আরও পড়ুন-ঐতিহ্য মেনে মহালক্ষ্মী বিসর্জন

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাই এবার নতুন করে কোচবিহার জেলার পাগলাখোলা এলাকায় গন্ডার রিপ্রোডাকশন সেন্টার খোলার প্রস্তাব পাঠানো হয়েছে যা আগামী ছয় মাসের মধ্যেই সেখানে কাজ শুরু হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বেঙ্গল সাফারি মুকুটেও নতুন পালক উন্মোচন হতে চলেছে। বনদফতর ইতিমধ্যে বেঙ্গল সাফারিতে জেব্রা আনার পরিকল্পনা নিয়ে প্রস্তাব পাঠিয়েছে। যেহেতু বেঙ্গল সাফারিটি জঙ্গল এলাকায় লাগোয়া সেই কারণে সেন্টাল জু অথরিটি অনুমদনের প্রয়োজন। অনুমোদন পেলেই জেব্রা আনা হবে। এ-ছাড়াও বেঙ্গল সাফারিতে সিংহ আনার বিষয়ক আলোচনা শুরু হয়েছে। বেঙ্গল সাফারি পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত ও জু-অথরিটির সদস্য সেক্রেটারি সৌরভ চক্রবর্তী।

Latest article