কর্তৃপক্ষ উদাসীন, খনি প্লান্টে ভাঙল কাঠামো, রক্ষা কর্মীদের

দুর্ঘটনার সময়ে টিফিন টাইম বলে শ্রমিকেরা বাইরে ছিলেন। কাজের সময় দুর্ঘটনাটি ঘটলে প্রচুর শ্রমিকের মৃত্যু হতে পারত বলে আশঙ্কা।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : খনি কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও গয়ংগচ্ছ মনোভাবের জন্য সোমবার আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোল হ্যান্ডেলিং প্লান্টের কাঠামো। সোমবার বেলা একটা নাগাদ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় দেড়শো শ্রমিক। ইসিএলের সোনপুর বাজারি প্রকল্পের ঘটনা। কোল হ্যান্ডেলিং প্লান্টে প্রায় দেড়শো জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন।

আরও পড়ুন-কোচবিহারে গন্ডার প্রজনন কেন্দ্র করবে রাজ্য

দুর্ঘটনার সময়ে টিফিন টাইম বলে শ্রমিকেরা বাইরে ছিলেন। কাজের সময় দুর্ঘটনাটি ঘটলে প্রচুর শ্রমিকের মৃত্যু হতে পারত বলে আশঙ্কা। ১৯৯৬ সালে এটি চালু হয়। খনিতে উৎপাদিত কয়লা, বেল্টের মাধ্যমে জমা হয় হ্যান্ডেলিং ফ্যানেলে। তারপর ডাম্পারে লোড হয়ে পৌঁছে যায় কোল সাইডিংয়ে। দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার হয়নি। কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এত বড় বিপর্যয় হল বলে অভিযোগ শ্রমিকদের। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি-র নেতারা। শ্রমিক নেতা রামচরিত্র পাসোয়ান দুর্ঘটনার জন্য সরাসরি কর্তৃপক্ষকে দায়ী করেন, ম্যানেজমেন্ট উৎপাদনের ব্যাপারে সক্রিয় থাকলেও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নয়। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষী আধিকারিকদের উপযুক্ত শাস্তির দাবি জানান চরিত্র। ঘটনার অনেক পর আসেন সেফটি অফিসার মনোজ কুমার।

Latest article