সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লক্ষ্যভেদ কর্মসূচির দ্বিতীয় অধ্যায় চালু হল। বুধবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে। ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিংহ, বিধায়িক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, রেখা সরেন, পুলিশের আধিকারিক এবং ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন-কর্নাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দির এবার বারাসতে
বিভিন্ন চাকরির প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের পড়াশুনোয় গাইড দিয়ে তাদেরকে স্থির লক্ষ্যে পৌঁছনোর জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগ। লক্ষ্যভেদ কর্মসূচির দ্বিতীয় অধ্যায়ের সূচনা করে পুলিশ সুপার বলেন, ২০১৯ সালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছিল। করোনা পরিস্থিতির জন্য মাঝে দু বছর বন্ধ ছিল। তাই পুনরায় লক্ষ্যভেদ কর্মসূচি ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু করা হয়েছে। জেলা পুলিশ লাইনে ৫০ জন ছাত্রছাত্রী চাকরির পড়াশোনার প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন-নিগৃহীত সিএমওএইচ, দুঃখপ্রকাশ বিধায়কের
বাকি ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানায় ৩০ জন করে ছাত্রছাত্রী চাকরির প্রস্তুতি পরীক্ষার জন্য যাতে পড়তে পারে, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন এবং এর আগে যাঁরা লক্ষ্যভেদ কর্মসূচির মাধ্যমে চাকরির পরীক্ষার জন্য পুলিশের কাছে পড়াশোনা করেছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনের চাকরি হয়েছে বলে তিনি জানান। ফলে চাকরির পরীক্ষার জন্য বসা ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।