কর্নাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দির এবার বারাসতে

৬টি আলোর গেট, শতাধিক সময় উপযোগী ও শিশুশিক্ষামূলক কলকা। নিখুঁত মন্দিরের মতো পরিবেশ তৈরি করার লক্ষ্যে প্রাণপাত করছেন শিল্পীরা।

Must read

সুমন তালুকদার, বারাসত: এবার বারাসতে বসেই দর্শন করা যাবে কর্নাটকের কোলার জেলার কমমাসান্দ্রা গ্রামের শিবমন্দির কোটিলিঙ্গেশ্বর। সর্ববৃহৎ শিবলিঙ্গের এই মন্দিরটির নিখুঁত অনুকরণ দেখা যাবে নবপল্লি বয়েজ স্কুলমাঠে। আমরা সবাই ক্লাবের পরিচালনায় ও বারাসত শহর তৃণমূলের সভাপতি তথা পুরপিতা অরুণ ভৌমিকের উদ্যোগে। শিবলিঙ্গ আকৃতির মূল মন্দিরটির উচ্চতা ৯২ ফুট ও চওড়া ৭০ ফুট। তার মধ্যে থাকছে কালী ও দুর্গার অসুরনিধনের নানান আঙ্গিকের মাটির মূর্তি।

আরও পড়ুন-নিগৃহীত সিএমওএইচ, দুঃখপ্রকাশ বিধায়কের

বাঁশ, কাঠ, প্লাই, ফাইবার দিয়ে তৈরি মণ্ডপের বাইরে উঁচু ব্লকের উপর থাকবে মহাদেবের ষাঁড় ও ত্রিশূল। ব্লকের ৬টি ধাপে থাকছে এক থেকে তিন ফুট উচ্চতার ছ ধরনের ছ’টি পৃথক রঙের কয়েকশো শিবলিঙ্গ। প্রবেশপথের দুই ধারে ৬টি করে ১২টি ছোট আকারের মন্দির থাকবে। হিন্দু শাস্ত্রমতে ১২টি জ্যোতির্লিঙ্গ আছে, তার একটি করে প্রতিটি মন্দিরে থাকবে। প্রতিমাতেও থাকছে চমক। ২৫ ফুট বাই ১৬ ফুটের প্রতিমার বেশভূষা, অস্ত্র— সবই সুতোর। মূল মণ্ডপে থাকছে ১৮ ফুটের ঝাড়বাতি। ৬টি আলোর গেট, শতাধিক সময় উপযোগী ও শিশুশিক্ষামূলক কলকা। নিখুঁত মন্দিরের মতো পরিবেশ তৈরি করার লক্ষ্যে প্রাণপাত করছেন শিল্পীরা।

Latest article