নিগৃহীত সিএমওএইচ, দুঃখপ্রকাশ বিধায়কের

বুটারডাঙার গোলবাহার শেখ পেটে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন চার মাস আগে। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়।

Must read

সংবাদদাতা, বহরমপুর : বেসরকারি নার্সিংহোমে এক রোগীর ভুল চিকিৎসার অভিযোগে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহ করল রোগীর আত্মীয়রা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তৃণমূল বিধায়ক ও সভাধিপতির সামনেই পুরো ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তৃণমুল বিধায়ক ও সভাধিপতি।

আরও পড়ুন-ঘুমপাড়ানি গুলিতে কাবু হাতি

বিধায়ক নিয়ামত শেখ বলেন, তাঁর অগোচরে পুরো ঘটনাটি ঘটেছে। তিনি সিএমওএইচকে নিগ্রহের ঘটনার নিন্দা করেছেন, দুঃখপ্রকাশও করেছেন। বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়মত শেখ ও মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস (রাজু) সিএমওএইচ অফিসে চিকিৎসার অভিযোগ নিয়ে কথা বলতে যান। তাঁদের আগেই সেখানে পৌঁছে যান রোগী ও তাঁর বাড়ির লোকজন।

আরও পড়ুন-সম্প্রীতির পুজোয় মহাদেশ পূজিতা হন ভৈরবী কালী রূপে

বুটারডাঙার গোলবাহার শেখ পেটে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন চার মাস আগে। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। পরে তাঁর পেটে ইনফেকশন ছড়ালে নিয়ে যাওয়া হয় এক নার্সিংহোমে। সেখানে ফের অপারেশন করে প্রায় তিন লাখ টাকার বিল করে। এই অভিযোগে রোগীকে নিয়ে কয়েকশো লোক সিএমওএইচ অফিসে আসে। বিধায়ক নিয়ামত শেখ এলে রোগীকে দেখতে অফিস থেকে নেমে আসেন সিএমওএইচ ডাঃ সন্দীপ স্যান্যাল। রোগীর সঙ্গে কথা বলে অফিসে ঢুকতে যাওয়ার সময় উত্তেজিত জনতা চড়াও হয় তাঁর উপর। পুলিশ ১৩ জনকে আটক করেছে।

Latest article