প্রতিবেদন : মধ্যযুগীয় বর্বরোচিত ঘটনার সাক্ষী হল ওড়িশা। টাকা ধার নিয়ে শোধ করতে না পারায় এক যুবককে চলন্ত স্কুটির পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হল প্রায় দুই কিলোমিটার রাস্তা। রবিবার ওড়িশার কটকে এই ঘটনা ঘটেছে। ওই যুবককে গাড়ির সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-মৃত্যু নিয়ে দোষারোপ, উত্তরাখণ্ড প্রশাসনের তোপে ইউপি পুলিশ
ভিডিওতে দেখা গিয়েছে, জিন্স এবং লাল চেক শার্ট পরা এক যুবককে একটি স্কুটির পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে দুই যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তির থেকে টাকা ধার নিয়েছিলেন নির্যাতিত যুবক। কিন্তু সেই টাকা সময়মতো শোধ করতে পারেননি তিনি। টাকা না মেলায় রবিবার সন্ধ্যায় কটকের শেল্টার চক থেকে মিশন রোড পর্যন্ত ওই যুবককে স্কুটিতে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায় তারা।
ভিডিওটি নজরে আসে কটক পুলিশের। এরপরই নড়েচড়ে বসে তারা। অভিযুক্ত দুই যুবকের সন্ধান পায় পুলিশ। গ্রেফতার করা হয় তাদের। কটকের ডিসিপি পিনাক মিশ্র জানিয়েছেন, রবিবার রাত ১১টা নাগাদ তাঁরা ঘটনাটি জানতে পারেন। মাঝরাতেই দুই অভিযুক্ত এবং নির্যাতিত যুবকের সন্ধান পান তাঁরা। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিত যুবক গুরুতর জখম হয়েছেন বলে মিশ্র জানিয়েছেন।