সংবাদদাতা, হাওড়া : আলিপুর চিড়িয়াখানার ঢঙেই এবার গড়চুমুকের মিনি জু’তে প্রাণী দত্তক নেওয়া শুরু হল। বন্যপ্রাণ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন দফতরের এই উদ্যোগে সাড়াও মিলছে ভাল। দফতর সূত্রে খবর, ১২-১৪ জন ইতিমধ্যে প্রাণী দত্তক নিয়েছেন। এছাড়া অনেকে দত্তক নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। কোনও প্রাণীকে দত্তক নিতে হলে হাওড়ায় বন দফতরের অফিসে বা সরাসরি গড়চুমুকের অফিসে গিয়ে কিংবা অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন-ভদ্রকালী মন্দিরে পূজা-আয়োজন
এক মাস থেকে এক বছর বয়সের যে কোনও প্রাণীকে দত্তক নেওয়া যাবে। দত্তক মূল্য আড়াই হাজার থেকে তিরিশ হাজার টাকা। যিনি দত্তক নিচ্ছেন তিনি ও তাঁর পরিবারের ৪ জন সদস্য এই সময়ের মধ্যে বিনামূল্যে যতবার ইচ্ছে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রাণীর খাঁচার সামনে দত্তক গ্রহণকারীর নাম ও ছবি দেওয়া সাইনবোর্ড টাঙানো থাকবে। এর ফলে বন্যপ্রাণ নিয়ে মানুষের আগ্রহ ও সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলে ১১০ হেক্টর জায়গা জুড়ে গড়ে ওঠা গড়চুমুক পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হল মিনি জু। এই মুহূর্তে গড়চুমুকের মিনি জুতে হরিণ, বাঘরোল, কুমির, একাধিক প্রজাতির পাখি, শজারু, অজগর, ময়ূর, কচ্ছপ প্রভৃতি প্রাণী রয়েছে।