ব্রিসবেন, ১৮ অক্টোবর : মহম্মদ শামি যদি স্বস্তি হন, তাহলে চিন্তার নাম রোহিত শর্মা! বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র ছ’টি বল করেই লেটার মার্কস পেয়ে গিয়েছেন শামি। মাত্র একটা ওভারেই ম্যাচের ভোল পালটে দিয়েছিলেন অভিজ্ঞ পেসার। কিউয়িদের বিরুদ্ধে শামিকে পুরো ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যাতে ২৩ তারিখ পাকিস্তান ম্যাচের আগে শামি প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়ে যান।
আরও পড়ুন-ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পক্ষে সানি
তবে বিশ্বকাপ শুরুর আগে রোহিতের ফর্ম কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে রান পাননি রোহিত। অস্ট্রেলিয়া ম্যাচেও প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন। বুধবারের ম্যাচে অধিনায়কের ব্যাট থেকে একটা বড় রানের ইনিংস চাইছে ভারতীয় শিবির। যাতে হিটম্যান বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন।
পাশাপাশি ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। পরিবর্তে খেলানো হতে পারে ঋষভ পন্থ বা দীপক হুডাকে। ঋষভের হাঁটুর চোট নিয়ে জল্পনা থাকলেও ভারতীয় শিবিরের খবর, এই চোট তেমন গুরুতর কিছু নয়।