প্রতিবেদন : কলকাতা লিগের প্রথম ডিভিশনে সুপার সিক্সে অভিযান শুরু করছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বৃহস্পতিবার কিবু ভিকুনার দলের সামনে ক্যালকাটা পুলিশ (DHFC- Calcutta Police Club)। বিধাননগর পুরসভার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে খেলা শুরু দুপুর আড়াইটে থেকে। গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি।
পুলিশ (DHFC- Calcutta Police Club) দলকে বেশ সমীহ করছে কিবুর দল। সুপার সিক্সে সব দলই শক্তিশালী। তাই ম্যাচ ধরে এগোতে চাইছেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। একটাই অস্বস্তি, পুজোর আগে শেষ ম্যাচ খেলেছে দল। প্রায় মাস খানেক পর সুপার সিক্সের ম্যাচ খেলতে হচ্ছে। সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘অনেক দিন ম্যাচের মধ্যে না থাকার একটা অসুবিধা আছেই। তার উপর আগামী দশ দিনে সুপার সিক্সের পাঁচটি ম্যাচ খেলতে হবে। তবে আমরা পুজোর পর থেকে ভাল অনুশীলন করেছি। বৃহস্পতিবারের ম্যাচের জন্য তৈরি। পুলিশ দলটা খুব ভাল। ওদের খেলা দেখেছি। ভাল স্ট্রাইকার আছে। তবে আমরা নিজেদের শক্তিতে আস্থা রাখছি।’’
আরও পড়ুন-লিমাকে নিয়েই জয়ের খোঁজে লাল-হলুদ
তীর্থঙ্কর সরকারের হাঁটুতে চোট এখনও সারেনি। তাঁকে সুপার সিক্সের প্রথম দু-তিনটি ম্যাচে পাবে না ডায়মন্ড হারবার। দলের বাকি ফুটবলাররা ফিট। অভিজ্ঞ স্ট্রাইকার অসীম বিশ্বাসের সঙ্গে আপফ্রন্টে তুহিন দাসকে রেখেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছে ডায়মন্ড হারবার। গৌতম কুজুর, শিহাদ, সুকুরাম সর্দার, সলমনরা থাকছেন মাঝমাঠে। রক্ষণে ভরসা সন্দীপ পাত্র, বিক্রমজিৎ সিং, অভিষেক দাসরা। গোলে থাকছেন বিশ্বস্ত সুব্রত সাঁতরা।