প্রতিবেদন : আসন্ন নির্বাচনে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে আসনসংখ্যা বাড়ছে। রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) আজ ২০ জেলার পঞ্চায়েতের নতুন আসন-বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে ২০১৮ সালের তুলনায় আসন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী জেলা পরিষদে মোট আসন বাড়ছে ১০৩টি। জেলা পরিষদে আসনের সংখ্যা ৮২৫ থেকে বেড়ে হয়েছে ৯২৮। পঞ্চায়েত সমিতিস্তরে আসন বাড়ছে ২৮১টি। সেখানে মোট আসনের সংখ্যা ৯,২১৭ থেকে বেড়ে হয়েছে ৯,৪৯৮। খসড়া তালিকায় গ্রাম পঞ্চায়েত স্তরেও প্রভূত সংখ্যক আসন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। ২০১৮ সালের তুলনায় গ্রাম পঞ্চায়েতে আসন বাড়ছে মোট ১৩,৭১২টি।
আরও পড়ুন-বেতন দিতে না পারায় খুদে পড়ুয়াদের চড়া রোদে দাঁড় করিয়ে শাস্তি!
২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) কাছে তালিকায় সংশোধন ও পরিমার্জনের দাবি জানাতে পারবে। ৭-১৬ নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে। যা গোটা ডিসেম্বর মাস ধরে চলবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।