ম্যাঞ্চেস্টার, ২৪ অক্টোবর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে মোহভঙ্গ হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার ব্রাদার্সের। তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পর্তুগিজ মহাতারকাকে ছেড়ে দেওয়া হতে পারে। ব্রিটিশ মিডিয়ায় এই খবরে ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
ম্যান ইউয়ের অন্দরমহলের খবর, সাম্প্রতিক বিতর্কে রোনাল্ডো নন কোচ এরিক টেন হ্যাগের পাশে দাঁড়িয়েছেন গ্লেজার ব্রাদার্স। তাঁরা মনে করছেন, ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য সঠিক পথে এগোচ্ছেন টেন হ্যাগ।
আরও পড়ুন –নো বল নিয়ে আম্পায়ারদের একহাত বিশ্বকাপেই আবার দেখা হবে: শোয়েব
অন্যদিকে, ম্যান ইউর জার্সিতে দ্বিতীয় ইনিংস মোটেই ভাল কাটছে না সিআর সেভেনের। চলতি মরশুমে অধিকাংশ ম্যাচেই প্রথম দল থেকে বাদ পড়েছেন। শাস্তির কারণে চেলসি ম্যাচে তো তাঁকে দল থেকেই ছেঁটে ফেলেছিলেন কোচ। চলতি সপ্তাহে দুটো ম্যাচ রয়েছে ম্যান ইউর। ২৮ অক্টোবর ইউরোপা কাপে শেরিফের বিরুদ্ধে আর ৩০ অক্টোবর প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। ওই দুটো ম্যাচেও যে রোনাল্ডো দলে থাকবেনই তার কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন –বৃষ্টিতে জয় হাতছাড়া দক্ষিণ আফ্রিকার
ক্লাবের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনাল্ডোর। যদিও শোনা যাচ্ছে, জানুয়ারিতেই ম্যান ইউ ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন তিনি। এর আগেও রোনাল্ডোর চেলসিতে যাওয়া নিয়ে খবর রটেছিল। কিন্তু সেই সময় চেলসির কোচ টমাস টুহেলের আপত্তিতে তা কার্যকর হয়নি। টুহেল আর চেলসির কোচ নন। নতুন কোচ গ্রাহাম পটার নাকি রোনাল্ডোকে নিয়ে আগ্রহী।