প্রতিবেদন : শিয়াদের এক ধর্মস্থানে ভয়াবহ হামলা চালাল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪০। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএস জঙ্গিরা এই হামলা চালিয়েছে ইরানে।
আরও পড়ুন-নয়া করোনা টিকা
সেদেশের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বুধবার রাতে সিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের শাহ চেরাগ মাজারে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তিন বন্দুকবাজ। গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকেই। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই হামলাকারীকে গ্রেফতার করেছে নিরাপত্তারক্ষীরা। তবে এক জঙ্গি পালিয়ে গিয়েছে। ঘটনার সময় মাজারে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, তাঁরা যখন প্রার্থনার জন্য প্রস্তুত হচ্ছিলেন ঠিক তখনই গুলি চলে। শিয়াদের ধর্মস্থানে এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।
আরও পড়ুন-ওয়ার্মারের অতিরিক্ত তাপে ঝলসে মৃত্যু সদ্যোজাত শিশুর
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুমকি দিয়েছেন, এই বর্বরোচিত হামলার উচিত জবাব দেওয়া হবে। যারা এই হামলা চলিয়েছে ইরানের নিরাপত্তা সংস্থাগুলি তাদের ছেড়ে দেবে না। কূটনৈতিক মহল মনে করছে, শিয়া সংখ্যাগুরু দেশ ইরানে আইএস জঙ্গিদের এভাবে সক্রিয় হয়ে ওঠা অশনিসংকেত। হিজাব বিক্ষোভের মধ্যে জঙ্গিদের এই কার্যকলাপ ভবিষ্যতে বড় অঘটনের দিকেই ইঙ্গিত করছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ফওয়াদ ইজাদি জানিয়েছেন, মসজিদ ও মাজারে হামলা চালানো ইসলামিক স্টেটের অভ্যাসে পরিণত হয়েছে।