ওয়ার্মারের অতিরিক্ত তাপে ঝলসে মৃত্যু সদ্যোজাত শিশুর

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দু’জন নার্সকে বরখাস্ত করেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

Must read

প্রতিবেদন : এক সদ্যোজাত শিশুর ওজন কম ছিল। পাশাপাশি ছিল কিছু শারীরিক জটিলতাও। তাই শিশুটিকে প্রথমে আইসিইউতে রাখা হয়। কিছুটা সুস্থ হলে চিকিৎসকরা শিশুটিকে ওয়ার্মারে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই ওয়ার্মারের উত্তাপেই ঝলসে মৃত্যু হল ২১ দিনের শিশুকন্যার। ওয়ার্মারে থাকা আরও এক সদ্যোজাত গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

আরও পড়ুন-ফিরল দুঃস্বপ্নের স্মৃতি, ভোপালে গ্যাস লিক করে বহু মানুষ অসুস্থ

বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার মহাত্মা গান্ধী সরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ওজন কম এবং আরও কিছু শারীরিক জটিলতার কারণে ৫ অক্টোবর থেকে শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে শিশুটিকে ওয়ার্মারে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু বুধবার সকালেই তার মৃত্যু হয়। অনুমান করা হচ্ছে, ওয়ার্মারের উত্তাপ বেশি হওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। ওয়ার্মারে থাকা আরও একটি শিশুও অত্যধিক তাপের কারণে অসুস্থ হয়ে পড়েছে। সদ্যোজাতের মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই শিশুর বাড়ির লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দু’জন নার্সকে বরখাস্ত করেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Latest article