নয়া করোনা টিকা

আর ইঞ্জেকশনের মাধ্যমে টিকা নয়। চিনে চালু হল মুখ দিয়ে নেওয়ার প্রথম করোনা ভ্যাকসিন। এই টিকা নিতে সময় লাগবে মাত্র ২০ সেকেন্ড।

Must read

আর ইঞ্জেকশনের মাধ্যমে টিকা নয়। চিনে চালু হল মুখ দিয়ে নেওয়ার প্রথম করোনা ভ্যাকসিন। এই টিকা নিতে সময় লাগবে মাত্র ২০ সেকেন্ড। বুধবার থেকে সাংহাইতে শুরু হয়েছে এই টিকাকরণ কর্মসূচি। যাঁরা ইতিমধ্যেই টিকার দুটি ডোজ নিয়েছেন, প্রথম পর্যায়ে তাঁদের বুস্টার হিসাবে মুখে নেওয়ার টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-ওয়ার্মারের অতিরিক্ত তাপে ঝলসে মৃত্যু সদ্যোজাত শিশুর

পরবর্তী পর্যায়ে প্রাথমিক ধাপের টিকাকরণের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে। বেজিংয়ের দাবি, উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত টিকাকরণের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকরী হবে। এই ভ্যাকসিন মুখ দিয়ে টেনে ৫ সেকেন্ড শ্বাস ধরে রাখতে হয়। একজন ব্যক্তিকে এই টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে অতিদ্রুত টিকাকরণ সম্ভব। যাঁরা ইতিমধ্যে টিকা নিয়েছেন, তাঁদের অভিজ্ঞতা হল, এর স্বাদ নাকি দুধ-চা-এর মতো মিষ্টি।

Latest article