সংবাদদাতা, বনগাঁ : পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা (Matua- BJP) কোনদিকে? প্রশ্ন এড়ালেন সর্বভারতীয় মতুয়া মহাসঙ্গের সঙ্ঘাতিপতি, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আগামী ৭ তারিখে রাস উৎসবের বিষয়ে একটি আলোচনা সভা হয়। সেই সভায় যোগ দিতে এসে সংবাদ মাধ্যেমের প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা (Matua- BJP) বিজেপির পাশে থাকবে কিনা? এই প্রশ্নের উত্তর এদিন সরাসরি এড়িয়ে গেলেন শান্তনু ঠাকুর। উল্টে বললেন এর উত্তর ভাল দেবে বিজেপির রাজ্য নেতৃত্ব। কী চলছে কী চলছে না তারা ভাল জানে। আমি এ বিষয়ে কিছু জানি না। রাজনৈতিক মহলের প্রশ্ন, শান্তনু ঠাকুর কেন এমন ভাবে এড়িয়ে যাচ্ছেন পঞ্চায়েত নির্বাচন ও মতুয়া বিষয়। শান্তনু ঘনিষ্ঠদের দাবি, সম্প্রতি রাজ্য বিজেপিতে শান্তনুকে যোগ করলেও তাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা। ফলে শান্তনু ও তাঁর ঘনিষ্ঠ মতুয়ারা এখনও রাজ্য রাজনীতিতে কোণঠাসা। প্রাক্তন সাংসদ বনগাঁর মমতা ঠাকুরের দাবি, পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। কারণ এনআরসিএ নিয়ে যেকথা বলেছিল তা তারা রাখতে পারিনি। এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তি না হলে সিএএ কার্যকর করা সম্ভব নয়। তবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রাস উৎসব পালিত হবে।