পারথ, ৩১ অক্টোবর : বিশ্বকাপে সমস্যায় পড়লেন বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিও ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়! যা নিয়ে বিরক্ত প্রাক্তন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। এতে নড়েচড়ে বসেছে আইসিসি ও হোটেল কতৃর্পক্ষ।
আরও পড়ুন-ভারতের হারে প্রশ্ন তুলছেন মালিক
জড়িত হোটেলকর্মীদের বরখাস্ত করা হয়েছে। বিরাট-সহ ভারতীয় দলের কাছে দুঃখপ্রকাশ করার পাশাপাশি ক্ষমা চেয়েছে আইসিসি। তারা জানিয়েছেন, ‘‘ক্রাউন পারথ হোটেলে ভারতীয় ক্রিকেট দলের এক সদস্যের গোপনীয়তা লঙ্ঘন করার ঘটনায় আইসিসি হতাশ। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা।’’ যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা কোট-প্যান্ট পরিহিত জনা তিনেক ব্যক্তি বিরাটের হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। তাঁদের হোটেল কর্মী বলে চিহ্নিত করা হয়। বিরাটের ব্যক্তিগত সামগ্রী থেকে জামা-জুতো, বিছানা, এমনকী শৌচাগারের ভিডিও করেছেন ওই ব্যক্তিরা।
আরও পড়ুন-পয়লা নভেম্বর থেকেই ই–অফিসের পথে হাঁটল কলকাতা পুলিশ, প্রযুক্তির ওপরই ভরসা
বিরাট লিখেছেন, ‘‘আমি জানি ফ্যানরা প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দিত হন। তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি ফ্যানদের সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আতঙ্কিত। যদি হোটেলের ঘরের আমার গোপনীয়তা রক্ষা না হয়, তাহলে কোথায় হবে?’’ বিরাট আরও লিখেছেন, ‘‘এমন ভালবাসা আমি চাই না। কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা উচিত নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। বিনোদনের পণ্য করে তুলবেন না।’’ কড়া প্রতিক্রয়া দেন স্ত্রী অনুষ্কা শর্মাও। তিনি ট্যুইট করেছেন, ‘‘অতীতে আমিও এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। অত্যন্ত খারাপ উদাহরণ। বিরাটের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ হয়েছে। অনেকেই ভাবেন, বিখ্যাতদের এসব সহ্য করতেই হবে। কিন্তু এটা যদি আপনার বেডরুম হত তা হলে কী করতেন?’’