সংবাদদাতা, কুলপি : ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র বিপুল সাড়া ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির সূচনা করলেন দলের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Sundarban- Chandrima Bhattacharya)। কুলপি জনপ্রিয় হাইস্কুলে সভা করেন মন্ত্রী। এর পর কুলপি গ্রামে গিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি। মহিলাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি (Sundarban- Chandrima Bhattacharya) বলেন, ‘‘বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য গ্রামীণ মহিলাদের আত্মমর্যাদা বেড়েছে। ২০১৩ সাল থেকে কন্যাশ্রী প্রকল্প চালু হয় রাজ্যে। সেই প্রকল্প আজ বিশ্ববন্দিত। এই প্রকল্পের ফলে গ্রামাঞ্চলের মেয়েরা শিক্ষার আঙিনায় এসেছে। নাবালিকা বিয়ে বন্ধ হয়েছে। রূপশ্রী প্রকল্পের ফলে মেয়েদের বিয়ের খরচের কিছুটা সরকার বহন করছে। এই সরকার মহিলাদের জন্য নানা কর্মসূচি নিয়েছে। অতীতে কোনও সরকার মহিলাদের জন্য আলাদা করে কিছু ভাবেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মেয়েদের কথা ভেবেছেন। বিরোধীদের এটা সহ্য হয় না। বাংলার নারীশক্তি একদিন সারা দেশকে পথ দেখাবে।’’ গ্রামের রাস্তা, নিকাশি, পানীয় জলের ক্ষেত্রে রাজ্যের সদর্থক ভূমিকার কথাও উল্লেখ করেন চন্দ্রিমা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলা সভানেত্রী পূর্ণিমা হাজারি, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার-সহ অন্য নেতারা।
আরও পড়ুন-লন্ডনে বাংলার গর্ব তুষার