লন্ডনে বাংলার গর্ব তুষার

Must read

সংবাদদাতা, কাটোয়া : লন্ডনে বেঙ্গল’স প্রাইড সম্মান পেলেন কাটোয়ার সাহিত্য গবেষক তুষার পণ্ডিত (Tushar Pandit)। লন্ডনের অ্যাডভাটেক ফাউন্ডেশনের তরফে তুষারকে এই সম্মান দেওয়া হল দুই খণ্ডে প্রকাশিত ‘কাটোয়ার ইতিহাস ও সংস্কৃতি’ গ্রন্থটি সম্পাদনার জন্য। সংস্থার কর্ণধার শমিত বিশ্বাস জানালেন, লন্ডনের হাউস অফ কমনসের ওয়েস্টমিনস্টার হলে এই সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের দুই সাংসদ কনজারভেটিভ পার্টির আনা ফার্থ ও লেবার পার্টির বীরেন্দ্র শর্মা। কাটোয়ায় ফিরে তুষার বললেন, ‘এই সম্মান আমাকে দেওয়ার থেকেও বড় হচ্ছে কাটোয়ার ইতিহাস ও সংস্কৃতির ক্ষেত্রটি বিদেশে স্বীকৃতি পেল। এই সম্মান গবেষণা ক্ষেত্রে আমাকে আরও উৎসাহিত করবে।’ তুষারের (Tushar Pandit) এই স্বীকৃতিতে কাটোয়ার সাহিত্য ও সংস্কৃতি মহলে খুশির হাওয়া। শনিবার সন্ধ্যায় শহরের রবীন্দ্রভবনে তুষারকে সংবর্ধিত করল মহকুমা গ্রন্থাগার, ভাষা সদন ও ভাষা-শহিদ স্মারক সমিতি। আমন্ত্রিত বক্তা ছিলেন পুরপ্রধান সমীরকুমার সাহা, আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, অধ্যাপক কেদার মিত্র, রণদেব মুখোপাধ্যায়, আনারুল হক মণ্ডল, দেবব্রত মুখোপাধ্যায়, কৌশিক মুখোপাধ্যায়, মানসী মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন-বাম, কং, বিজেপি এক হয়েও পেরে উঠবে না

Latest article