ইউক্রেনের বিরুদ্ধে নয় মাস যুদ্ধ চালিয়েও সফল না হওয়ায় ক্রমশই হতাশ হয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই হতাশা থেকেই পুতিন ইউক্রেনে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছেন। ওই হুমকির পর বিশ্বজুড়ে সমালোচিত হতে হচ্ছে মস্কোকে। কিন্তু এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল, জার্মানির সঙ্গে একযোগে পুতিনকে কড়া বার্তা দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আরও পড়ুন-মদনমোহনের রাস উৎসবে মাতল কোচবিহার
রবিবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে বেজিংয়ে বৈঠক করেন জিনপিং। বৈঠক শেষে শোলৎজ জানান, চিনা প্রেসিডেন্ট জিনপিং ও আমি একমত যে, পরমাণু হামলা হলে তা হবে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এক কাজ। পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অর্থ লক্ষ্মণরেখা অতিক্রম করা। এরপর সঙ্গে শোলৎজ কার্যত হুমকি দিয়ে বলেন, জিনপিং ও আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে, এই যুদ্ধে যেন কোনওভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা না হয়। এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার বিরদ্ধে এমন কড়া বার্তা দিল চিন।