ট্যুইটারের ডিগবাজি

এক ধাক্কায় সংস্থার প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। কিন্তু কয়েকদিনের মধ্যেই ছাঁটাই হওয়া বেশ কিছু কর্মীকে আবারও ফিরে আসার অনুরোধ করল সংস্থা

Must read

ট্যুইটারের মালিকানা পাওয়ার পরেই এক ধাক্কায় সংস্থার প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। কিন্তু কয়েকদিনের মধ্যেই ছাঁটাই হওয়া বেশ কিছু কর্মীকে আবারও ফিরে আসার অনুরোধ করল সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু কর্মীর কাছে আবার কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে ই-মেল গিয়েছে।

আরও পড়ুন-পুতিনকে চিনা বার্তা

এক ধাক্কায় সংস্থার প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করতে গিয়ে ট্যুইটারের কিছু কর্মীকে ভুলবশত ছাঁটাই করা হয়েছিল। যাঁদের ভুলবশত ছাঁটাই করা হয়েছিল তাঁদেরই আবার ফিরে আসতে বলছেন মাস্ক। এছাড়াও যে সমস্ত কর্মীর কর্মদক্ষতা ভালভাবে যাচাই না করেই ছাঁটাই করা হয়েছিল তাঁদেরও ফিরে আসতে বলা হয়েছে। ভারতেও ট্যুইটারের বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। সংস্থার খরচে কমাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন মাস্ক।

Latest article