সংবাদদাতা, কুলতলি : আবারও সুন্দরবনে বাঘের আক্রমণে (Tiger Attack- Fisherman) প্রাণ হারালেন এক মৎস্যজীবী৷ নিহত মৎস্যজীবী দিলীপ সর্দার (৩৫) দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁটামারি গ্রামের বাসিন্দা৷ গত সোমবার আরও চার সঙ্গীর সঙ্গে কাঁটামারিহাট থেকে কাঁকড়া ধরতে রওনা হন সুন্দরবনের গভীর জঙ্গলে। তাঁদের মধ্যে দিলীপ ছাড়া আরও দুজন কাঁটামারি গ্রামেরই বাসিন্দা৷ দুটি ছোট ডিঙিনৌকোয় ছয় মৎস্যজীবী কাঁকড়া ধরতে যান৷ কয়েক দিন ধরেই ওই ছজন কাঁকড়া ধরেন৷ বিপত্তি ঘটে শুক্রবার ভোরে গ্রামে ফেরার পথে৷ শুক্রবার বাড়ি ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল৷ তাই সুন্দরবনের খাঁড়িতে তাঁরা রাত কাটান৷ শনিবার ভোরের আলো ফুটতেই বিদ্যার চরের খালের কাছে নৌকায় চা তৈরি করছিলেন তাঁরা৷ সে সময়ই গভীর জঙ্গল থেকে লাফিয়ে এসে বাঘ তাঁদের দলকে আক্রমণ (Tiger Attack- Fisherman) করে৷ সঙ্গীরা জানিয়েছেন, ঘাড়ে কামড় বসিয়ে দিলীপকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে৷ সঙ্গীরা হাতের কাছে যা পেয়েছেন লাঠি, বৈঠা নিয়ে তাড়া করেন বাঘটিকে৷ পরে তাঁরা দিলীপের নিথর দেহ উদ্ধার করেন জঙ্গল থেকে৷ মৎস্যজীবীর মৃত্যুতে শোকের ছায়া কাঁটামারি গ্রাম এবং সংলগ্ন এলাকায়৷ শনিবার সকালে গ্রামে ফেরে দেহ। দিলীপ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল। অথৈ জলে পুরো সর্দার পরিবার।
আরও পড়ুন-রাষ্ট্রপতিকে অপমানজনক মন্তব্য, প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তরফে