প্রতিবেদন : কলকাতা লিগে প্রথমবার খেলতে নেমেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ডিভিশন থেকে অভিষেক বছরেই প্রিমিয়ার ডিভিশনে (Premier Division-DHFC) খেলার যোগ্যতা অর্জন করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। সাফল্য উদযাপন করতে কোচ, ফুটবলারদের নিয়ে গেট টুগেদারের ব্যবস্থা করেছিল ক্লাব। আলিপুরের পাঁচতারা হোটেলে দলের সকলের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে মিলিত হন সাংসদ। সেখানেই তিনি আইএসএলে খেলার ইচ্ছাপ্রকাশের পাশাপাশি প্রিমিয়ারে (Premier Division-DHFC) শক্তিশালী দল গড়ার কথাও জানিয়েছেন।
প্রতিটি ফুটবলারকে এদিন আলাদা করে অভিনন্দন জানান অভিষেক। কোচ কিবু ভিকুনা-সহ সাপোর্ট স্টাফে থাকা প্রতিটি সদস্য, এমনকী গ্রাউন্ড স্টাফদের সঙ্গে দেখা করে তাঁদের কাজের প্রশংসা করেন সাংসদ। ফুটবলাররাও অভিভূত। সিনিয়র ফুটবলার অসীম বিশ্বাস বললেন, ‘‘প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলে যেভাবে উৎসাহ দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন উনি তাতে আমরা আপ্লুত।’’ ব্যস্ততার কারণে এবার ম্যাচের দিন মাঠে যেতে পারেননি। তবে আগামী বছর থেকে দলের খেলা দেখতে মাঠে যাওয়ার চেষ্টা করবেন অভিষেক।
আরও পড়ুন-বিজেপির প্রার্থী-তালিকা নিয়ে তীব্র অসন্তোষ
দলের কোচিং স্টাফদের সঙ্গে একটি বৈঠকও করেন অভিষেক। উপস্থিত ছিলেন ক্লাব সচিব মানস ভট্টাচার্য-সহ বাকি কর্তারাও। ছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বসু। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকলের মতামত নেন অভিষেক। আগামী বছরেই আইএসএল খেলার জন্য বিড করা যায় কি না, জানতে চান সাংসদ। কোচিং স্টাফের সদস্যরা পরামর্শ দেন ধাপে ধাপে আইএসএলে পৌঁছতে। তার জন্য আই লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলে পরিচিতি বাড়িয়েই আইএসএলে অংশ নেওয়া উচিত বলে মনে করেন ক্লাবের কোচিং গ্রুপের সদস্যরা। আগামী মরশুমেই বিডিংয়ের মাধ্যমে আই লিগে দল নামানো যায় কি না, সেটাও ভেবে দেখবে অভিষেকের ক্লাব। যে কারণে বয়সভিত্তিক দল গড়ে পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে। বাটা স্টেডিয়ামকে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি নতুন ড্রেসিংরুমও তৈরি হবে।