সংবাদদাতা, ডায়মন্ড হারবার : বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলায় গো-হারান হারবে নরেন্দ্র মোদির বিজেপি। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Cholo Grame Jai- Diamond Harbour) সরিষা হাইস্কুলে ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার ‘চলো গ্রামে যাই’ (Cholo Grame Jai- Diamond Harbour) কর্মসূচির সূচনা করে এই বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের মহিলা সমিতির দলনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এদিন বলেন, ‘‘বর্তমানে রাজ্যে ৬ হাজারের বেশি পঞ্চায়েত আসন আছে। এরমধ্যে পঞ্চাশ শতাংশ আসনে মেয়েরা প্রতিনিধিত্ব করবে। মেয়েদের এই আসন সংরক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। বাংলার মা-বোনেদের জন্য মমতা বন্দ্যেপাধ্যায় যা করেছেন তা অতীতে কেউ করেনি। বিরোধীরা শুধু টিভিতে ভাষণ দিচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’হাত তুলে আশীর্বাদ করেছিলেন। আজও মেয়েরা হাজির। বাংলার মা-বোনেদের কাছেই হারবে বিরোধীরা।’’ এছাড়া একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘‘একশো দিনের কাজের প্রাপ্য মজুরি দেশের মানুষের অধিকার। কিন্তু কেন্দ্রের সরকার গত এক বছর ধরে সব বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে। কিন্তু আমরা ছাড়ব না। অধিকার আদায় করেই ছাড়ব।’’ এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, অর্পিতা ঘোষ, পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সহ দলের মহিলা নেতৃত্ব।
আরও পড়ুন-৯-০ সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের