তাউরাঙ্গা, ১৯ নভেম্বর : শনিবার সাতসকালে হার্দিক পাণ্ডিয়ারা যখন তাউরাঙ্গায় পা রাখলেন, আকাশের অবস্থা তখন মোটেই ভাল ছিল না। এরমধ্যেই মাওরি প্রথায় ভারতীয় দলকে স্বাগত জানাল মাউন্ট মাউনগানুইয়ের ক্রিকেট প্রশাসন। স্থানীয়রা মাওরিদের এই নাচ-গানকে বলেন পোহিরি। ভারতীয় ক্রিকেটাররাও হাসিমুখে এই নাচ-গানের সঙ্গে মিশে যান। বিসিসিআই ক্রিকেটারদের হাসি মুখের ছবি পোস্ট করেছে।
বৃষ্টিতে প্রথম ম্যাচ বাতিল হয়েছে ওয়েলিংটনে। বে ওভালেও বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের খবর। সেটা হলে হার্দিকের তরুণ দলের জন্য তা বড় ধাক্কা হবে। শুভমন গিলের ওয়েলিংটনে টি ২০ অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি তাতে বাদ সেধেছে। তাঁর মতোই ঈশান কিসান, সঞ্জু স্যামসন, উমরান মালিক, মহম্মদ সিরাজ সবাই এখন মাঠে নেমে পড়তে চাইছেন। কিন্তু বৃষ্টির উপর কারও হাত নেই।
আরও পড়ুন-সংশোধনাগারে বাণিজ্যিক পেট্রোল পাম্প
রবিবার মাউন্ট মাউনগানুইয়ে বৃষ্টির ভালরকম সম্ভাবনা রয়েছে। সকালে সেটা ৬ শতাংশ হলেও পরের দিকে সেটা বেড়ে দাঁড়াচ্ছে ৬৪ শতাংশ। ট্র্যান্স তাসমান অঞ্চলের আবহাওয়া গত কয়েক মাসে ভালই গিয়েছে। কিন্তু হার্দিকদের কপাল খারাপ। তাঁরা আসা মাত্র বৃষ্টি শুরু হয়েছে। এখন তাঁদের প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই!
প্রার্থনা আরেকজনও হয়তো করছেন। তিনি ৩৩ বছরের ভুবনেশ্বর কুমার। বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে ফেলে ভুবিকে এবার উইকেট নিতে হবে। পাল্লা দিতে হবে অর্শদীপ, সিরাজ, হর্ষলের মতো তরুণদের সঙ্গে। বিশেষ করে ভারতীয় দল যখন ২০২৪ বিশ্বকাপের দিকে চোখ রেখে প্রস্তুত হচ্ছে। কিন্তু খেলা না হলে ভুবি কী করবেন? ফলে আপাতত তাঁকেও আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আর চারটি উইকেট নিলে এক বছরে ৪০টি উইকেট নিয়ে রেকর্ড করবেন ভুবি।
আরও পড়ুন-ছায়া
অন্তর্বর্তী কোচ লক্ষ্মণের সামনে দল নির্বাচন একটা বড় ধাঁধা হয়ে দাঁড়াচ্ছে। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপের মতো ফর্মে থাকা ব্যাটারদের সামনে উমরান মালিককে খেলানো হবে কি না সেটা একটা প্রশ্ন। যেমন ঋষভ পন্থকে শুভমনের সঙ্গে শুরুতে আনা হবে কি না ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এরপর সূর্য, সঞ্জু, হার্দিক রয়েছেন। ফলে শ্রেয়স ও হুডাকে বসতে হতে পারে।
এদিকে, গোটা বিশ্বকাপ বসে থাকার পর চাহাল আবার ম্যাচে ফিরছেন। বে ওভালের সাইড বাউন্ডারি বেশ বড়। এটা তাঁকে স্বস্তি দিতে পারে। কিন্তু চাহাল বনাম ফিলিপের লড়াই দর্শকদের কাছে উপভোগ্য হতে পারে। ফিলিপ বর্তমানে টি ২০-র মহাতারকা ব্যাটার।