প্রতিবেদন : ভয়াবহ রেল দুর্ঘটনা ওড়িশায়৷ লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ি উঠে পড়ল প্লাটফর্মে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন বেশ কয়েকজন। সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ জাজপুরের কোরাই স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল৷ দুর্ঘটনার জেরে এদিন ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস বাতিল করে দক্ষিণ-পূর্ব রেল।
আরও পড়ুন-পরাজিত মাহাথির
জানা গিয়েছে, ইস্ট কোস্ট রেলের অন্তর্গত ভদ্রক-কাপিলাস সেকশনের কোরাই স্টেশনে এই দুর্ঘটনা ঘটে৷ যার ফলে আপ এবং ডাউন দু’টি লাইনই অবরূদ্ধ হয়ে পড়ে৷ মালগাড়িটি ভদ্রক থেকে কটক যাচ্ছিল। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ কর্তারা৷ দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে মালগাড়ির কামড়াগুলি রেল লাইন থেকে ছিটকে প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজে ধাক্কা মারে। ভেঙে গিয়েছে প্ল্যাটফর্মের উপরে থাকা একটি শৌচালয়ও৷ চালকের ভুল নাকি রেল লাইনে কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷ দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন-ইরানে ধৃত অভিনেত্রী
জানা গিয়েছে, হতাহতেরা সকলেই ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি দ্রুত সরিয়ে নিয়ে লাইন পরিষ্কার করা হয়। তবে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হতে রাত হয়ে যায়।