শান্ত হয়নি মেঘালয়। মঙ্গলবার গুলির লড়াইয়ের ফলে এক বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরেই বাতিল করে দেওয়া হয়েছে মেঘলায়ের চেরি ব্লজম ফেস্টিভ্যাল।
আরও পড়ুন-বিশ্বজুড়ে প্রতি ১১ মিনিটে খুন হন একজন মহিলা
মঙ্গলবার ভোররাতে সীমান্তে থাকা মুখরো গ্রামে উত্তেজনা ছড়ায়। সেখানকার গ্রাম প্রধান এবং ধর্মীয় নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে শিলং লিটারারি ফেস্টিভ্যাল (Shillong Literary Festival) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেঘালয় (Meghalaya) রাজ্যের পুলিশের তরফে জানানো হয়েছে, সেখানের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুখরো (Mukroh) গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
আরও পড়ুন-এবার ব্যাঙ্কে চালু হতে পারে পাঁচদিন কাজের সপ্তাহ
কিন্তু এর মধ্যেই প্রতিনিয়ত হয়ে চলেছে বিক্ষপ্ত অশান্তি। আজ একটি স্করপিও গাড়ি যা মেঘালয় থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল সহিংসতার ক্ষোভে কিছু দুষ্কৃতী পুড়িয়ে দিয়েছে। এর ফলে কোনমতেই শান্ত হচ্ছে না আসাম ও মেঘলায়।
আরও পড়ুন-গুলির লড়াইয়ে বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু, শোকস্তব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য মেঘালয় পুলিশের অভিযোগ, কাঠ কুড়িয়ে একটি গাড়িতে গ্রামবাসীরা ফিরছিলেন। সন্দেহের কারণে তাদের আটকায় অসমের বনরক্ষীরা। গ্রামবাসীদের চোরাকারবারী সন্দেহ করে গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এদিকে অসমের বনরক্ষীরা গুলি চালাতেই গাড়ি থেকে নেমে গ্রামবাসীরা চিৎকার শুরু করেন। ছুটে আসেন আসে পাশের গ্রামবাসীরা। গ্রামবাসীদের পাল্টা গু*লিতে আক্রান্ত হয় অসমের বনরক্ষীরাও।