এবার ব্যাঙ্কে চালু হতে পারে পাঁচদিন কাজের সপ্তাহ

চলতি নিয়মে মাসের প্রতিটি রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের ছুটি থাকে। কিন্তু এবার ব্যাঙ্কের ছুটির নিয়মে বদল আসতে চলেছে।

Must read

প্রতিবেদন : চলতি নিয়মে মাসের প্রতিটি রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের ছুটি থাকে। কিন্তু এবার ব্যাঙ্কের ছুটির নিয়মে বদল আসতে চলেছে। খুব শীঘ্রই ব্যাঙ্কে চালু হতে চলেছে পাঁচ দিনের সপ্তাহ। অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। শনি ও রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৫ দিনের সপ্তাহ চালু করার এই প্রস্তাবটি নীতিগতভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনও মেনে নিয়েছে বলে খবর। এই মুহূর্তে ব্যাঙ্কে পাঁচ দিনের সপ্তাহ চালু করার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছে।

আরও পড়ুন-নির্বিচারে কর্মী ছাঁটাইয়ের পর এবার নতুন নিয়োগ ট্যুইটারে

পাঁচ দিনের সপ্তাহ চালু হলে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন, এ বিষয়টি মাথায় রেখে কীভাবে সেটা দূর করা যায় তা নিয়েই কথাবার্তা চলছে। এ বিষয়ে আইবিএ প্রস্তাব দিয়েছে, অতিরিক্ত দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় যে কয়েক ঘণ্টা কাজ কম হবে তা সপ্তাহের কাজের দিনগুলিতে অতিরিক্ত সময় কাজ করে পুষিয়ে দেবেন কর্মীরা। বর্তমানে গ্রাহকরা মাসে যত ঘণ্টা পরিষেবা পেয়ে থাকেন পাঁচ দিনের সপ্তাহ চালু হলে সেই নির্দিষ্ট সময় যাতে না কমে সে বিষয়ে খেয়াল রাখা হবে। শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নয়, বেসরকারি এবং বিদেশি ব্যাঙ্কের ক্ষেত্রেও পাঁচ দিনের সপ্তাহ চালু হবে।
একাধিক ব্যাঙ্ক কর্মী সংগঠনের দাবি, বর্তমানে এটিএম এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনও সময় টাকা তোলা বা জমা দেওয়া যায়। ব্যাঙ্ক সংক্রান্ত অন্যান্য কাজও করা যায়। তাই পাঁচদিন ব্যাঙ্কে খোলা থাকলে গ্রাহকরা তেমন কোনও সমস্যায় পড়বেন না।

আরও পড়ুন-গুলির লড়াইয়ে বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু, শোকস্তব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়

ব্যাঙ্কে কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর জানিয়েছেন, বর্তমানে যে কোনও ব্যাঙ্কে গ্রাহকরা ৬ ঘণ্টা ১৫ মিনিট পরিষেবা পেয়ে থাকেন। নতুন নিয়মে যদি ব্যাঙ্কে দু’দিন অতিরিক্ত ছুটি থাকে তবে ১৩ ঘণ্টা কাজ কম হবে। প্রতিদিন কর্মীরা যদি ৩০ মিনিট অতিরিক্ত সময় কাজ করেন তাহলে ওই সময়টুকু পুষিয়ে দেওয়া যাবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের সঙ্গে কথা চলছে। আশা করা যায়, খুব শীঘ্রই বিষয়টির নিষ্পত্তি হবে। ব্যাঙ্ক কর্মীরা যদি প্রতিদিন অতিরিক্ত ৩০ মিনিট কাজ করেন সেক্ষেত্রে ব্যাঙ্কের কাজ শুরু হবে সকাল ৯টা ৪৫ থেকে। অন্যদিকে পাঁচটার পরিবর্তে ৫টা ১৫ মিনিট পর্যন্ত ব্যাঙ্কের কাজকর্ম চলবে। এখন দেখার নতুন বছরের শুরু থেকেই ব্যাঙ্কে ৫ দিনের সপ্তাহ চালু হয় কি না!

Latest article