‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Poem of Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেক-দিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-মেঘালয়ে গুলিকাণ্ড: নিহতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা দেবে তৃণমূল
অন্নদাতা
অন্নদাতাদের অন্নর অধিকার
ফিরিয়ে দিতে হবেই,
মাঠ-মাটিতে-জমি-প্রান্তরে
কৃষিক্ষেত্র জাগবেই।
দীর্ঘ দিনের আন্দোলনের ফসল
তোমাদের জীবন স্বপ্ন,
কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হল
ঔদ্ধত্য-অহঙ্কার ভগ্ন।
রৌদ্র-বৃষ্টি-ঝড়-ঝঞ্ঝায়
কত রাত গেছে পেরিয়ে,
অস্ত্রর ঝংকার কেড়ে নিল প্রাণ
মৃতদেহ লাশকাটায় জড়িয়ে।
তবু তো থামোনি, থামোনি তোমরা
লড়ে গেছ আপন গৌরবে,
তাই তো তোমরা জয়ী হলে আজ
অভিনন্দন সংগ্রামী সৌরভে।