শ্মশানবন্ধু থেকে রুদালি সব মিলবে ইভেন্ট ম্যানেজমেন্টের দৌলতে

দিল্লির বাণিজ্যমেলায় এবারের নয়া আকর্ষণ

Must read

নয়াদিল্লি : অবাক করা কাণ্ড। ইভেন্ট ম্যানেজমেন্টের তালিকায় এবার অন্ত্যেষ্টিক্রিয়াও! দিল্লির (Delhi) প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রদর্শনীতে নজর কেড়েছে এক স্টার্টআপ সংস্থার অভিনব উদ্যোগ। প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন সামগ্রী। সুখান্ত ফিউনেরাল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এই স্টল দিয়েছে। এই স্টার্টআপ সংস্থার প্রদর্শিত সামগ্রী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্টার্টআপের সিইও সঞ্জয় রামগুরের মতে, টাকার বিনিময়ে মানুষের অন্তেষ্টক্রিয়া সম্পন্ন করে তাদের পেশাদার টিম। কর্মসূত্রে যাঁদের সন্তান বাইরে থাকেন অথবা যাঁদের কেউ নেই তাঁদের পাশে থাকার জন্যই এই অভিনব উদ্যোগ। ৩৭,৫০০ টাকা খরচ করলেই অন্তেষ্টি পরিষেবা দেবে তাদের সংস্থা। এখনও পর্যন্ত ৫ হাজার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে সুখান্তের সদস্যরা। সংস্থার ঘরে এসেছে ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন-মেঘালয়ে গুলিকাণ্ড: নিহতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা দেবে তৃণমূল

প্রগতি ময়দানের (Delhi) বাণিজ্য মেলায় প্রতিবারই নিত্য নতুন ব্যবসায়িক স্টলের দেখা মেলে। যেগুলি মূলত স্টার্টআপ সংস্থা নামেই পরিচিত। সেখানেই এবার সুখান্তকে ঘিরে উৎসাহী জনতার ভিড়। সংস্থার তরফে প্রচার করা হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়া পরিষেবার মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন ছাড়াও রয়েছে মৃতদেহ কাঁধ দেওয়ার লোকজন, কান্নাকাটি ও শবদেহের জন্য একটি দল, রামনাম সত্য হ্যায় স্লোগান দেওয়ার জন্য একটি দল, শ্মশানে আচার পালনের জন্য একজন পুরোহিত ও নাপিত, অস্থি বিসর্জনের সুবিধা ইত্যাদি। সব মিলিয়ে ৩৭,৫০০ টাকার প্যাকেজ। সংস্থার দাবি, ইতিমধ্যেই তারা সামাজিক মাধ্যমে এই বিষয়ে প্রচার করছেন। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে কয়েক কোটি টাকার টার্নওভার লাভ করা যাবে। বর্তমানে মহারাষ্ট্রের মুম্বই, নভিমুম্বই ও থানেতে তাদের পরিষেবা শুরু হয়েছে। অন্যান্য রাজ্যেও শাখা কেন্দ্র খোলার পরিকল্পনা আছে। অন্ত্যেষ্টিক্রিয়ার প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও দিল্লির বাণিজ্যমেলার স্টলে শবদেহ বহনের খাটও রাখা রয়েছে। একবিংশ শতকের ব্যস্ত জীবনের অনেক মানুষ যেমন এই সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তেমনি অধিকাংশ মানুশ মৃত্যুর বাণিজ্যিকরণের জন্য তীব্র সমালোচনার তিরে বিদ্ধ করেছেন এই উদ্যোগকে।

Latest article