আক্রমণই অস্ত্র ব্রাজিলের, সামনে সার্বিয়া

Must read

দোহা, ২৩ নভেম্বর : বৃহস্পতিবার থেকে বিশ্বকাপে শুরু সাম্বা পক্ষ। সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল (Brazil-Serbia Match)। এই ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপে ‘হেক্সা’ (ষষ্ঠ খেতাব) জয়ের অভিযান শুরু করবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘জি’ গ্রুপে আছে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনও।

ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে এবার দুশ্চিন্তায় থাকতে হতে পারে প্রতিপক্ষ দলগুলিকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সব থেকে বেশি গোল করেছে তিতের দলের আক্রমণভাগের ফুটবলাররা। এবার ইউরোপিয়ান ক্লাব মরশুম শুরুর পর থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত তিতের ছেলেরাই সব থেকে বেশি গোল করেছে।

আরও পড়ুন-নামছে ব্রাজিল, অপেক্ষায় শহর

আক্রমণভাগে ৯ ফরোয়ার্ড রেখে বিশ্বকাপ স্কোয়াড বেছে নিয়েছেন সেলেকাও কোচ। যাঁরা প্রত্যেকে রয়েছেন গোলের মধ্যে। তিতে জানিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক, আক্রমণাত্মক ফুটবলের রাস্তা থেকে সরে আসবেন না।
সার্বিয়া ম্যাচের ৭২ ঘণ্টা আগে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিতে। সুপারস্টার নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে আপফ্রন্টে একটু পিছন থেকে খেলাবেন ব্রাজিল কোচ। প্রধান স্ট্রাইকার হিসেবে নাম্বার নাইন পজিশনে তিতের পছন্দ রিচার্লিসন। বাঁ-দিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। ডানদিকে সম্ভবত রাফিনহা। একটু নিচ থেকে অপারেট করবেন নেইমার। মাঝমাঠে সম্ভবত কাসিমেরো এবং লুকাস পাকুয়েতার উপর সেকেন্ড বল ধরে খেলা তৈরির দায়িত্ব থাকবে। রক্ষণে নির্ভরতা দেওয়ার দায়িত্ব থাকছে থিয়াগো সিলভা, মার্কুইনহোসের সঙ্গে দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোর উপর। গোলে থাকছেন বিশ্বস্ত অ্যালিসন। সার্বিয়া রক্ষণে লোক বাড়িয়ে রক্ষণাত্মক ফুটবল খেলতে পারে। তাই রক্ষণ ভাঙার প্ল্যান ‘বি’-ও তৈরি রাখতে হচ্ছে তিতেকে।
কেরিয়ারের ৭৫ গোল করে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। আর মাত্র দু’টি গোল করলেই ফুটবল সম্রাট পেলের ৭৭ গোলের কীর্তি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলীয় ফুটবলের পোস্টার বয়। তাই সেলেকাওদের হেক্সা মিশনে নেইমারের (Brazil-Serbia Match) রেকর্ডের দিকেও আলাদা নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

Latest article