ঢাকা, ১ ডিসেম্বর : তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলতে বৃহস্পতিবার ঢাকা (Dhaka- Rohit Sharma) পৌঁছলেন রোহিত শর্মারা। তবে দলের কয়েকজন সদস্য এখনও নিউজিল্যান্ড থেকে আসতে পারেননি। শিখর ধাওয়ান, ঋষভ পন্থরা শুক্রবার ঢাকায় পৌঁছবেন।
৪, ৭ ও ১০ ডিসেম্বর তিনটি একদিনের ম্যাচ খেলবেন রোহিতরা (Dhaka- Rohit Sharma)। খেলা হবে মিরপুর স্টেডিয়ামে। এরপর ১৪ ও ২২ ডিসেম্বর দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। এর আগে শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ ১-০তে জিতলেও একদিনের সিরিজ হেরে গিয়েছে সেই একই ব্যবধানে।
রোহিত অবশ্য বাংলাদেশে ওয়ান ডে ও টেস্ট দলের নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের পর রোহিত, বিরাটরা বিশ্রামে গিয়েছিলেন। এবার বাংলাদেশ সফরে সবাই আছেন। তবে চোট এখনও পুরোপুরি না সারায় রবীন্দ্র জাদেজা এই সফরে নেই। দলে নেই জসপ্রীত বুমরাও।
এদিকে পিঠের চোটের জন্য প্রথম একদিনের ম্যাচে খেলবেন না বাংলাদেশের সিমার তাসকিন আহমেদ। আশঙ্কা রয়েছে পুরে সিরিজেই তাঁকে না পাওয়ার। বাংলাদেশ ‘এ’ দল থেকে শরিফুল ইসলামকে তাসকিনের জায়গায় নিয়ে আসা হয়েছে।
একদিনের সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। তিনি আবার হাঁটুতে চোট পেয়েছেন। বৃহস্পতিবার তামিমের পাঁটুতে স্ক্যান হয়েছে। এর আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম।
আরও পড়ুন-বিশ্বকাপ শেষ লুকাকুদের, নজির মরক্কোর