হরিপালের মানুষের ঘুম ভাঙছে সাইবেরিয়ান পাখির ডাকে

Must read

সংবাদদাতা, হুগলি : শীতকাল যেন মানুষের সঙ্গে প্রিয় হয়ে উঠতে শুরু করেছে সাইবেরিয়ান পাখিদেরও (Siberian Bird- Haripal)। হুগলির হরিপালের মানুষের এখন ঘুম ভাঙছে পরিযায়ী সাইবেরিয়ান পাখিদের মন ভাল করে দেওয়া ডাকে। আর শুধু হুগলির হরিপাল নয়, এই দৃশ্য দেখতে মানুষ ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকা থেকেও। শীত পড়ার সঙ্গে সঙ্গে সুদূর সাইবেরিয়ার মেরুপ্রদেশ থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় জমায় হুগলির হরিপালের (Siberian Bird- Haripal) বলদবাঁধের জলাশয়গুলিতে। এখানকার আটটি জলাশয়ে পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে এলাকা। নানা রঙের, নানা নকশা ডানার এই সমস্ত পাখি এ বছর ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে হরিপালের বলদবাঁধের ৮টি বিশাল জলাশয়ে। তারা ঘুরে বেড়ায় মনের আনন্দে। প্রতি বছরই এই সমস্ত পাখি এখানে আসে। পাখিদের এই আগমন উপলক্ষে এখানকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারাও খুশিতে মেতে ওঠেন। গ্রামবাসীরা আবেদন করেছেন মানুষের কাছে যাতে এই সমস্ত পাখি এখানে অবাধে মনের আনন্দে প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে পারে তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। বিশেষ করে প্রতিবছর এই শীতকালে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, শীতের দুপুরে চড়ুইভাতিতে মেতে ওঠে। স্থানীয় বাসিন্দারা আবেদন করেন, উচ্চৈস্বরে লাউড স্পিকার বাজানো বন্ধ রাখতে।

আরও পড়ুন-আদালত খারিজ করে দিল বিরোধী দলনেতার আবেদন

Latest article