অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে অর্থাৎ শুক্রবার রাতেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ (Bhupatinagar Bomb Blast) বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় তৃণমূল নেতা সাকেত গোখেল বলেছেন, “বিজেপি প্রকাশ্যে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করছে!”
আরও পড়ুন-অভিষেকের সভা থেকে নজর ঘোরাতেই ভূপতিনগরে বিস্ফোরণ!
শনিবার সকালে বিরোধী দলনেতা ভূপতিনগরের বিস্ফোরণ (Bhupatinagar Bomb Blast) প্রসঙ্গে বলেছেন, তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার এবং অন্য ২ জন গত সন্ধ্যায় বোমা তৈরি করার সময় মারা গিয়েছিলেন, কারণ এই বোমাগুলি কন্টাইতে নিক্ষেপ করার উদ্দেশ্যে ছিল।” এর পালটা জবাব দিয়ে তৃণমূল নেতা সাকেত গোখেল বলেছেন, “এটি শুভেন্দু অধিকারীর একটি সন্ত্রাসবাদী কাজের একটি জঘন্য স্বীকারোক্তি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টাইতে সমাবেশ করবেন। এখন, বিজেপি প্রকাশ্যে স্বীকার করছে যে তৃণমূল সমাবেশে তাদের বোমা নিক্ষেপের ষড়যন্ত্র ছিল। এটা গুরুত্বপূর্ণ যে বিজেপি প্রকাশ্যে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করছে!”
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টা নাগাদ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণ হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।