প্রতিবেদন : আজ, সোমবার গুজরাতে (Gujarat- Assembly Election) দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। দ্বিতীয় দফায় ৯৩টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভায় নরেন্দ্র মোদি লড়তেন মণিনগর কেন্দ্রে। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি এখান থেকেই বিধানসভার সদস্য ছিলেন। মণিনগর কেন্দ্রে সোমবার ভোট নেওয়া হবে। অন্যদিকে, পতিদার অধ্যুষিত ঘাটলোদিয়া আসন থেকে বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপির কাছে আহমেদাবাদের ১৬টি বিধানসভা আসন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতো এবারও সবার চোখ প্রভাবশালী প্যাটেল সম্প্রদায়ের দিকে। ২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনের সময়ে প্যাটেল সম্প্রদায়ের আন্দোলন বিজেপির জেতা বেশ কঠিন করে তুলেছিল। প্যাটেল সম্প্রদায় গুজরাতের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। শেষ বিধানসভা নির্বাচনে (Gujarat- Assembly Election) প্যাটেল সম্প্রদায়ের ৪৪ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০১৭ সালে প্যাটেল সম্প্রদায়ের আন্দোলন বিজেপির ভোটব্যাঙ্কে জোরদার ধাক্কা দিয়েছিল। যে কারণে ২০১৭ সালে প্যাটেল সম্প্রদায় অধ্যুষিত একাধিক আসনে পরাজিত হয়েছিল বিজেপি। দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে সকাল আটটায়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিজেপির হুমকি, চোখ রাঙানিকে উপেক্ষা করে মানুষ কতটা ভোট দিতে পারবেন তা নিয়ে আশঙ্কা রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন-কং নেতারা আন্দোলনবিমুখ: খাড়্গে