কং নেতারা আন্দোলনবিমুখ: খাড়্গে

Must read

নয়াদিল্লি : কংগ্রেসে যাঁরা দায়িত্ব পালন করতে পারছেন না, তাঁদের সরে দাঁড়াতে হবে। নতুন সহকর্মীদের সুযোগ দিতে হবে। কংগ্রেস স্টিয়ারিং কমিটির বৈঠকে সাধারণ সম্পাদক, সম্পাদকদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচন চলাকালীন রবিবার কংগ্রেস স্টিয়ারিং কমিটির বৈঠক বসে। দলের নেতাদেরই যে দায়িত্ব পালনে অনীহা রয়েছে এবং কংগ্রেস যে আন্দোলনবিমুখ হয়ে পড়েছে তা মেনে নিয়েছেন খাড়্গে। তার পরিপ্রেক্ষিতেই এই হুঁশিয়ারি। সোনিয়া গান্ধী-সহ কংগ্রেসের সিনিয়র নেতাদের উপস্থিতিতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, কংগ্রেসের সংগঠন যদি শক্তিশালী, দায়বদ্ধ হয় এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, তবেই আমরা নির্বাচন জিতব এবং দেশের মানুষের সেবা করতে পারব। দল ও দেশের প্রতি আমাদের দায়িত্বের সবচেয়ে বড় অংশ হল, উপর থেকে নিচ পর্যন্ত সাংগঠনিক দায়বদ্ধতা। কংগ্রেস সভাপতি বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করলেও কিছু সহকর্মী ধরেই নিয়েছেন তাঁদের দায়িত্ব পালনের অনীহাকে এড়িয়ে যাওয়া হবে। খাড়্গের (Mallikarjun Kharge) আশা, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে দলের দায়িত্বপ্রাপ্তরা সকলেই সংগঠন ও আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচির ব্লুপ্রিন্ট তৈরি করে তাঁর সঙ্গে আলোচনা করবেন। দল যে এখন আন্দোলনবিমুখ হয়ে পড়েছে বৈঠকে তা স্বীকার করে নেন নতুন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন-আজ থেকে শুরু হচ্ছে জি-২০ শেরপা বৈঠক

Latest article