আজ থেকে শুরু হচ্ছে জি-২০ শেরপা বৈঠক

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সোমবার থেকে রাজস্থানের উদয়পুরে শুরু হচ্ছে দুদিনের জি-২০ শেরপা বৈঠক (G20 Sherpa meeting)। ভারতের তরফে এই বৈঠকের সভাপতিত্ব করবেন শেরপা অমিতাভ কান্ত। সোম এবং মঙ্গলবার এই বৈঠক হবে। বুধবার রাজসামাদের কুম্বলগড় দুর্গ পরিদর্শনে যাবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এ ছাড়াও পালি জেলার রণকপুর জৈন মন্দির পরিদর্শন করবেন তাঁরা। উদয়পুরে মহারাণা প্রতাপ বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানানো হয়। ওমানের প্রতিনিধি দলের প্রধান পঙ্কজ খিমজি বলেন, জি-২০ প্রেসিডেন্সি গ্রহণ করার জন্য ভারতকে স্বাগত জানাই। আমরা আনন্দিত যে, ভারতকে অতিথি দেশ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমরা এই বৈঠকে যোগ দিতে মুখিয়ে রয়েছি। তুরস্কের প্রধান রাসি কায়া বলেছেন, আমাদের সুন্দরভাবে স্বাগত জানানো হয়েছে। এবার ভারত জি-২০-এর প্রেসিডেন্সি গ্রহণ করেছে। আমরা ভারতকে এক বছরের মেয়াদের শুভেচ্ছা জানাই। ভারতের নেতৃত্বে জি-২০ এগিয়ে চলবে বলে জানান চিনের সু-শেরপা কেক্সিন লি। প্রসঙ্গত জি-২০ শীর্ষ সম্মেলনের শেরপা (G20 Sherpa meeting) বৈঠক হল, মূল জি-২০ শীর্ষ সম্মেলনের আগে প্রতিটি দেশের সরকারি প্রতিনিধিদের নিয়ে একটি প্রাথমিক বৈঠক৷ প্রতিটি দেশের একজন করে মুখ্য আধিকারিক যাঁরা জি-২০ বৈঠকের আগে এই প্রাথমিক বৈঠকে যোগ দেবেন, তাঁদের বলা হয় শেরপা। এখানে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সম্ভাব্য চুক্তিকে দৃঢ় করার জন্য আলোচনা করেন। জি-২০ শীর্ষ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রপ্রধানদের দ্বারা। চলতি মাসের ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রতীকীভাবে ভারতের হাতে জি-২০-র সভাপতিত্ব তুলে দেওয়া হয়েছিল। আগামী এক বছরে কলকাতা-সহ ভারতের ৫০ শহরে ২০০ টিরও বেশি সভা করা হবে।

আরও পড়ুন-পুলিশি জিজ্ঞাসাবাদে আমেরিকা-নেদারল্যান্ডস মডেল

Latest article