সংবাদদাতা, হলদিয়া : বুধবার মহিষাদলে সমবায় নির্বাচনে ফের পর্যুূদস্ত হল বাম-বিজেপি (CPM-BJP) জোট। কার্যত বাম-বিজেপি জোটকে উড়িয়ে দিয়ে তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। ৬২টি আসনের ৬১টিই পেল তৃণমূল। বাকি আসন গেল জোটে (CPM-BJP)। তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টি আসন জেতে। ৫০টি আসনের নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা। মোট ভোটার ১২৭৩ জন। এই নিয়ে মহিষাদলে গত দু’সপ্তাহে চারটি সমবায় নির্বাচনের তিনটিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হল তৃণমূল। কেশবপুর, গেঁওখালি ও গোপালপুর সমবায়গুলিতে তৃণমূলের জয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের দাবি, প্রতিটি জায়গায় বিজেপি বিধানসভা ভোটে এগিয়েছিল। তারপরও তারা বামেদের সঙ্গে জোট করে। সেই জোটকে হারিয়ে বিপুল ভোটে জিতেছে তৃণমূল। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, তালুক গোপালপুর সমবায় ভোটে কিসমৎ নাইকুণ্ডি ও গোপালপুর দুটি পঞ্চায়েতের ১৪টি বুথের বাসিন্দারা ভোট দিয়েছেন। এই সমবায়ে জয় পঞ্চায়েতের জন্য মনোবল বাড়িয়ে দিল। এখানে বাম-বিজেপির জোট আবারও হারল। সমবায় ভোটে জনসংযোগের মাধ্যমে পঞ্চায়েতের মহড়া হচ্ছে।
আরও পড়ুন-দলীয় সাংসদের সঙ্গে বৈঠকের পরে ফের কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী