প্রতিবেদন : বৃহস্পতিবার নতুন বছরের ঠাসা ক্রীড়াসূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী তিন মাসে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দেশের মাটিতে এই তিন দলের বিরুদ্ধে সাদা ও লাল বল মিলিয়ে মোট ছ’টি সিরিজ খেলবেন রোহিত শর্মারা। হিসেব কষলে, ৭৮ দিনে ৪টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ৬টি টি২০ ম্যাচ খেলতে হবে রোহিতদের!
আরও পড়ুন-নতুন শিল্পকে ঘিরে মালদহে কর্মসংস্থান
শুরুতেই আসছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে তিনটি করে টি২০ এবং একদিনের ম্যাচ খেলবে তারা। ৩ জানুয়ারি মুম্বইয়ে প্রথম টি২০ ম্যাচ। বাকি দুটো ম্যাচ যথাক্রমে ৫ (পুণে) ও ৭ জানুয়ারি (রাজকোট)। এরপর ১০ জানুয়ারি গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচ। দ্বিতীয় ম্যাচের আসর বসবে ইডেনে (১২ জানুয়ারি)। অর্থাৎ নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ম্যাচ উপহার পেলেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। সিরিজের শেষ ম্যাচ ১৫ জানুয়ারি, তিরুঅনন্তপুরমে।
আরও পড়ুন-আসছে মান্দাস, বাংলায় বৃষ্টি নয়
এর পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। ১৮ জানুয়ারি হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচ। সিরিজে পরের দুটো ম্যাচ রায়পুর (২১ জানুয়ারি) ও ইন্দোরে (২৪ জানুয়ারি)। ২৭ জানুয়ারি থেকে শুরু টি২০ সিরিজ। রাঁচিতে প্রথম ম্যাচ। পরের দুটো লখনউ (২৯ জানুয়ারি) ও আমেদাবাদে (১ ফেব্রুয়ারি)।
আরও পড়ুন-ঘাট বাঁধাতে ১১ লক্ষ
ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছেন প্যাট কামিন্সরা। চারটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবেন। ৯-১৩ ফেব্রুয়ারি নাগপুরে শুরু প্রথম টেস্ট। পরের তিনটে টেস্টের ভেনু যথাক্রমে দিল্লি (১৭-২১ ফেব্রুয়ারি), ধরমশালা (১-৫ মার্চ) ও আমেদাবাদ (৯-১৩ মার্চ)। এরপর ১৭ মার্চ থেকে শুরু একদিনের সিরিজ। প্রথম ম্যাচ মুম্বইয়ে। পরের দু’টি বিশাখাপত্তনম (১৯ মার্চ) ও চেন্নাই (২২ মার্চ)।